আমাদের পেইড কোর্স আউটলাইন

🤝আসসালামু আলাইকুম। ফ্রীল্যানসিং পেশা একটি ধৈর্যের পরীক্ষা, পরিশ্রমের তুলনায়। আমি আশা করবো আমার দীর্ঘ ৯ বছরের অভিজ্ঞতার আলোকে লেখা এলোমেলো কথাগুলো মনোযোগ দিয়ে পড়লে, আগামীর দিনে সঠিক রাস্তা খুঁজেপেতে আপনাকে সাহায্য করবে ইনশাহআল্লাহ🌴।

“ফ্রীল্যানসিং” এই পেশার প্রতি দিনদিন মানুষের আগ্রহ বাড়ছে💞। কারণ হিসেবে আমি ব্যাক্তিগত ভাবে মনেকরি ঘরে বসে একটি লেপটপ/কম্পিউটার সাথে ইন্টারনেটের সংযোগ দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়💵। বিশেষভাবে ইউ এস ডলার (US Doller), যা আমাদের মতো উন্নয়নশীল দেশে সামাজিক অর্থনীতিতে অনেক বেশি প্রভাব বিস্তার করে। যেমন ধরুন কেউ যদি ১০০ ইউ এস ডলার (100💲US Doller) এক মাসে ঘরে বসে ইনকাম করে। এবং সেই ডলার তার বাংলাদেশী যেকোনো ব্যাংক-এর মাধ্যমে উত্তোলন করা যায় ঝামেলা মুক্তভাবে ও অতিরিক্ত কোনো খরচ দিতে হয়না। এমতাবস্থায় ওই ব্যাক্তির টাকার পরিমান হবে আজকের হিসেবে (১১৯ x ১০০💲= ১১,৯০০/-)টাকা। বলে রাখা ভালো যে, এই ১০০ ডলার আপনি তখনি পাবেন যদি ক্লায়েন্ট আপনাকে সরাসরি কাজ দেন। অন্যথায় আপনি কোনো মার্কেটের আন্ডারে কাজ করলে মার্কেট রুলস অনুযায়ী ১০% থেকে সর্বোচ্ছ ২০% পর্যন্ত কেটে নিবে। এভাবে ওই ব্যাক্তি যত ডলার আয় করবেন সেই অনুযায়ী উত্তোলন করতে পারবেন🥇।

ফ্রীল্যানসিং পেশায় ব্যার্থতার😢 সংখ্যাটাও কিন্তু চোখে পড়ার মতো এর কারণ কী?

অনেক বিষয় আছে যেখানথেকে মোটাদাগে দুটি কারণ তুলে ধরলে আশাকরি সমস্যাটা খুঁজে পাওয়া যাবে।
১। আমরা যারা মেন্টর হিসেবে দায়িত্ব পালন করি তাদের ৫০% দায়।
২। আপনাদের ৫০% দায়🙏।

আসুন প্রথমটি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আত্মসমালোচনা করাযাক🎯

আমরা যারা মেন্টর আমরা একটা স্টুডেন্টের শতভাগ দায়িত্ব নিতে চাইনা। যেমন আমরা অধিকাংশরাই বলি আপনাকে ১০০% শিখাবো কিন্তু আপনার ইনকাম করিয়ে দেয়ার গেরান্টি দেই না😭। বলুনতো এই কথাটা কি একজন স্টুডেন্টের আত্মবিশ্বাসে কুঠারাঘাত করে না? এখানেই অনেক সম্ভাবনা আলোর মুখ দেখেননা। অথচ যারা মেন্টর আমরা চাইলেই ইনশাহআল্লাহ ইনকামের একটি না একটি রাস্তা বেরহত শত রাস্তার বুকচিরে🌴। একটি উদাহরণ দেই তবে আরো বেশি পরিষ্কার হওয়া যাবে – একজন বাবা সে তার ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে যখন আকাশের দিকে ছুড়ে দেন ওই শিশুটি ভয় না পেয়ে আনন্দে মেতে ওঠে। অথচ তার কান্না করা উচিত ছিল পড়ে যাওয়ার ভয়ে। এখানে শিশুটির কোনো কৃতিত্ব নেই, কারণ সে জানেই না যে, তার বাবা কতটা আত্মবিশ্বাসী! জীবনের বিনিময় হলেও সন্তানকে বুকে তুলে রাখবে💞। ঠিক তেমনই একজন শিক্ষক বা মেন্টরের জানা উচিত, যেকোনো মূল্যে আমার একজন সিঙ্গেল স্টুডেন্ট ও ইনকাম ছাড়া ফিরবেনা ইনশাহআল্লাহ। কারণ এটা তার রিজিকের প্রশ্ন, এর সাথে জড়িয়ে আছে একটি আকাশ বিদীর্ণকরা স্বপ্ন ও পরিবার👨‍👩‍👧‍👦। যারা তাকিয়ে আছেন তার মুখপানে (এই মুখ! সে মূলত মেন্টরের মুখ)।

দ্বিতীয়টি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে পর্যালোচনা করাযাক🎯

এখানে আমি দুটি ব্যক্তিগত পর্যালোচনা মূলক মূল্যায়ন করতে চাই।
০১। আমি যখন ইস্টুডেন্ট ছিলাম👨‍🎓।
০২। আমি যখন মেন্টর হলাম👨‍🏫।

Scroll to Top